Loading...
You are here:  Home  >  এক্সক্লুসিভ  >  Current Article

অর্থমন্ত্রীর পৃষ্টপোষকতায় বিপিএলে সিলেটের টিম

1500308677
সুরমা নদীর হাওয়া লাগছে বিবিপএলের এবারের আসরে। ফ্রাঞ্চাইজি ভিত্তিক দল হিসেবে সিলেটের দলের নাম হবে সুরমা সিক্সেস। নদীর মনজোড়া নাম নিয়ে মাঠে নামতে চায় সিলেট। আগে যা ছিলো সিলেট রয়ালস বা সুপারস্টার।

সেই সঙ্গে নতুন মালিকানাও সিলেটের। সিলেট সিক্সেস-এর পৃষ্টপোষক হিসেবে থাকছেন স্বয়ং অর্থমন্ত্রী। তার ছেলে শাহেদ মুহিত এ দলের মূল নেতৃত্বে।
তার সঙ্গে আরেকটি বিষয় এবার সবার নজর কাড়ছে। সিলেট সিক্সেস সিলেটের খেলোয়াড়কেই বেশি টেনে নিচ্ছে।
সত্যিকার অথে এবার সিলেটকে তুলে ধরবে সিলেট সিক্সেস।

সিলেট ফ্রাঞ্চাইজি’র একজন উধতন কমকতা জানান, স্থানীয় যেসব ক্রিকেটার জাতীয় পযায়ে ভালো করেছেন তাদেরকে সুযোগ করে দেয়ার একটা চেষ্টা করা হবে্ এবার।
সে হিসেবে থাকছেন, পেইজ বোলারআবুল হাসান রাজু, মাঠ কাপানো অলক কপালী, তরুণ প্রতিভাবান আবু জাহিদ চৌধুরী রাহী, ইউকেট কিপার ইমতিয়াজ হোসেন, জাকির হাসানসহ কয়েকজন।

টিম ম্যানেজার হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক ফাস্ট বলার হাসিবুল হোসেন শান্ত।
বিদেশী ইংলিশ কোটায় দাউদ মালাউনের সাথে যোগাযোগ করেছে সিলেট। তবে এখনও চুক্তি হয়নি।
পাকিস্তানের সামীও আসতে পারেন সিলেটে।
তবে দলের নতুন নাম সিলেট সিক্সেস এখন চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

    Print       Email

You might also like...

11439_15

তিন দিন লেগেছে নাজিব রাজাকের জব্দকৃত অর্থ গুণতে!

Read More →