Loading...
You are here:  Home  >  প্রবন্ধ-নিবন্ধ  >  Current Article

আইনস্টাইন ‘বর্ণবাদী’ ছিলেন

image-142799

বর্ণবাদ হলো ‘শ্বেতাঙ্গ মানুষের ব্যাধি’। ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে এ কথা বলেছিলেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। অথচ এর বছর বিশেক আগে তিনি ‘বর্ণবাদী’ ছিলেন। রঙ আর জাতপাতের প্রশ্নে মানুষকে বিচার করতেন, একটা দেশকে মূল্যায়ন করতেন। তার নিজের লেখা ব্যক্তিগত ভ্রমণস্মৃতি থেকে চমকে দেওয়া এমন তথ্য উঠে এসেছে।
আইনস্টাইন ওই ভ্রমণ ডায়েরি লিখেছিলেন ১৯২২ সালের অক্টোবর থেকে ১৯২৩ সালের মার্চ পর্যন্ত। তখন তিনি এশিয়া এবং মধ্যপ্রাচ্যে সফরে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী এলসা আইনস্টাইন। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে প্রকাশিত বইটির নাম, ‘দ্য ট্রাভেল ডায়েরিজ অব আলবার্ট আইনস্টাইন : দ্য ফার ইস্ট, প্যালেস্টাইন অ্যান্ড স্পেন, ১৯২২-১৯২৩’। আইনস্টাইন চীনাদের বিষয়ে বলেছেন, ‘পরিশ্রমী কিন্তু নোংরা এবং স্থূলবুদ্ধির লোক।’ শ্রীলংকার কলম্বোর অভিজ্ঞতা বর্ণন করতে গিয়ে তিনি লিখেছেন, ‘এরা মাটির ওপর মারাত্মক নোংরা পরিবেশে এবং কটু গন্ধের মধ্যে থাকে।’

    Print       Email

You might also like...

dav

থাইল্যান্ডে বাংলাদেশিদের ব্যবসা ও বিয়ে

Read More →