Loading...
You are here:  Home  >  সিলেট সংবাদ  >  Current Article

আওয়ামী লীগের অসুস্থ নেতার শয্যাপাশে মেয়র আরিফ

unnamed-53-300x200সিলেট মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন রানাকে দেখতে শনিবার তাঁর নয়াসড়কস্থ বাসভবনে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি আওয়ামী লীগের অসুস্থ এই নেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।  আনোয়ার হোসেন রানা দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। ইতোপূর্বে তিনি সিলেট, ঢাকা এবং ভারতে চিকিৎসা গ্রহণ করে বর্তমানে নিজ বাসায় চিবিৎসাধীন অবস্থায় শয্যাশায়ী রয়েছেন।
গতকাল দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরী এই নেতাকে দেখতে তাঁর বাসভবনে যান এবং দীর্ঘ সময় তাঁর পাশে কাটান। এ সময় তিনি তাঁর শারিরীক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং দ্রত সুস্থতা কামনা করেন। সিলেটের অতীত রাজনৈতিক সম্প্রীতির উদাহরণ তুলে ধরে মেয়র বলেন, দিনে দিনে এই সম্প্রীতিও যেন হারিয়ে যাচ্ছে।আনোয়ার হোসেন রানাকে একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে মেয়র বলেন, শিগগিরই যেন তিনি সুস্থ হয়ে আবার রাজনীতির মাঠে সক্রিয় হতে পারেন আমি এই দোয়া করি।

    Print       Email

You might also like...

Horsho Bordon Singla

২ মাসের মধ্যে সিলেটে ভারতীয় হাইকমিশন অফিস

Read More →