Loading...
You are here:  Home  >  প্রবাস  >  Current Article

ইতালির মিলানে প্রবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Leadইতালির মিলানে প্রবাসী ফুটবলপ্রেমী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে কনস্যুলেট কাপ প্রীতি ফুটবল ম্যাচে।

রোববার মিলান কনস্যুলেট এর আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় মিলান শহরের স্থানীয় একটি ফুটবল মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় প্রবাসীরা লাল এবং সবুজ দুইদলে ভাগ হয়ে খেলেন। এসময় মাঠে দর্শক হিসেবে মিলানের প্রচুর প্রবাসী উপস্থিত ছিলেন স্বতঃস্ফূর্তভাবে।

প্রীতি ফুটবল ম্যাচ এর শুরুতে স্বাগত বক্তব্য দেন মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল রেজিনা আহমেদ।
উপস্থিত ছিলেন ওমানের অনারারি কনসাল জোসেফ, লস্পেজিয়া ফুটবল ক্লাবের সভাপতি মাত্তেও সিয়ানি, কনস্যুলেট এর ভাইস কনসাল রফিকুল ইসলাম সহ কনস্যুলেট এর সকল কর্মকর্তাবৃন্দ এবং মিলানের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, আঞ্চলিক সমিতির নেতারা।

প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় লাল দল ৩-১ গোলে সবুজ দলকে পরাজিত করে।

খেলা শেষে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন কনসাল রেজিনা আহমেদ।

    Print       Email

You might also like...

1526817072

চট্টগ্রাম সমিতি ওমানের ৬ সদস্য সিআইপি নির্বাচিত

Read More →