Loading...
You are here:  Home  >  ধর্ম-দর্শন  >  Current Article

ইসলাম নিয়ে অনন্ত জলিলের নতুন সিনেমা

DF352B8B-D682-43AF-96C2-DE131C0C3224

ইসলাম ধর্ম নিয়ে ছবি বানাচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। চলচ্চিত্রটির মূল ভাবনা থাকবে ‘সন্ত্রাস নয় শান্তির ধর্ম ইসলাম।

এর এটিকেই উজীব্য করে চিত্রনাট্য তৈরি করছেন পরিচালক ছটকু আহমেদ।
জানা গেছে, ছবিটির নাম হবে ‘দ্বীন-দ্য ডে’। এতে চিত্রনায়ক অনন্ত জালিলের সঙ্গে অভিনয় করবেন তার স্ত্রী বর্ষা। এছাড়ও ইরান ও মরক্কো থেকে একজন নায়িকা ও বেশকিছু অভিনয়শিল্পী নেয়া হবে।

চিত্রনাট্যকার ছটকু আহমেদ বলেন, ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না। ইসলামকে খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমা বিশ্ব ফায়দা লুটতে চায়। আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে এ ছবিতে ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হবে।

ছবির কাহিনি, বাংলাদেশের দুই বন্ধুর ভিন্ন দু’টি পথে এগিয়ে যাওয়ার সূত্র ধরে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সিরিয়ায় আমেরিকা, যুক্তরাজ্য ও ফ্রান্সের হামলাসহ আইএস এর নামে নিরীহ মানুষ হত্যার বিষয়গুলো উঠে আসবে এতে।

মরক্কো এবং সিরিয়ায় শুটিং হবে ছবিটির। তবে ছবিটি ধর্মনির্ভর হলেও এতে নাচ গান সবই থাকবে বলে জানা গেছে।

    Print       Email

You might also like...

জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব

Read More →