Loading...
You are here:  Home  >  পড়াশোনা  >  Current Article

এইচএসসি পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারণ করা হবে। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাতেও ৩০ মিনিট আগে পরীক্ষার হলে নিজ নিজ সিটে বসা বাধ্যতামূলক। আর প্রশ্নপত্রের সেট নির্বাচনের ক্ষেত্রে পরীক্ষার ২৫ মিনিট আগে লটারি প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা বোর্ড সেট নির্ধারণ করবে।
প্রসঙ্গত, আগামী ২রা এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ১৩ই মে পর্যন্ত চলবে। পরীক্ষা সম্পর্কিত আলোচনার জন্য আজ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, শিক্ষা মন্ত্রনালের প্রতিনিধি এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন।

    Print       Email

You might also like...

4047EE8B-3380-470D-81C8-EFF0A393D5A7

হবিগঞ্জে ২২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

Read More →