Loading...
You are here:  Home  >  ইউকে  >  Current Article

একাধিক বিয়ে পুরুষকে সুস্থ সফল ও দীর্ঘায়ু করে

যে সব পুরুষ একের অধিক বিয়ে করেন তারা হয়ে থাকেন অধিক আত্মবিশ্বাসী সফল ও সুখী। অন্যদের তুলনায় তারা ১২% বেশি দীর্ঘায়ু লাভ করেন। সংসার ও সন্তান সমৃদ্ধ হওয়ায় বার্ধক্যে তারা তুলনামূলক সুস্থ ও আনন্দিত থাকেন। প্রথম বিয়ের পর যত অপূর্ণতা ও ব্যর্থতার অনুভূতি আসে পরবর্তী বিয়েতে সেসব দূর হয়ে যায়। জীবনে উৎসাহ-উদ্দীপনা, নতুন উদ্যোগে মনোযোগ, বড় বড় প্রকল্প বাস্তবায়ন ও ভরপুর জীবনযাপনে পুরুষকে উজ্জীবিত করে পরবর্তী বিয়ে। জীবনকে পূর্ণরূপে কাজে লাগাতে পছন্দের নারীকে বিয়ে করার গুরুত্ব অনেক। আর তা এক বিয়েতে যার না হয়েছে তার জন্য একাধিক বিয়ের বিকল্প নেই। এক কথায় পুরুষের সফলতায় একাধিক বিয়ের গুরুত্ব অনস্বীকার্য।
ব্রিটেনের শেফিলড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে, যেসব পুরুষ একাধিক বিয়ে করে তারা তাদের স্বপ্নপূরণে অধিক সফল হয়। রয়টার্স পরিবেশিত এক প্রতিবেদনে গবেষকদের বরাত দিয়ে বলা হয়, বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য পর্যালোচনা করে, তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। যে সব দেশে বহুবিবাহ অনুমোদিত সেসব দেশের বাস্তবতা বিশ্লেষন করে বিশ্বস্বাস্থ্য সংস্থা এসব তথ্য সংগ্রহ করে।

    Print       Email

You might also like...

_ayes1

টাওয়ার হ্যামলেটসে স্পিকারের দায়িত্ব গ্রহন করলেন কাউন্সিলার আয়াছ মিয়া

Read More →