Loading...
You are here:  Home  >  বিজ্ঞান ও প্রযুক্তি  >  Current Article

এন্টারপ্রাইজ পর্যায়ে ৪০ শতাংশ কর্মীর হাতে ট্যাবলেট পিসি

laptop-pcকর্মক্ষমতায় ডেস্কটপের চাইতে খুব বেশি পিছিয়ে না থাকার কারণে ল্যাপটপের আগমনের পর দ্রুতই অফিসের কাজে-কর্মে ল্যাপটপের ব্যবহার প্রসার পেতে থাকে। বহনযোগ্যতার কারণেই মূলত ল্যাপটপের জনপ্রিয়তা বাড়তে থাকে দ্রুত। ল্যাপটপের এই বহনযোগ্যতার জায়গাতেই চ্যালেঞ্জ হিসেবে হাজির হয় ট্যাবলেট পিসি। শুরু থেকেই বড় আকারের ট্যাবলেট পিসিগুলোকে সব ধরনের কাজের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা ছিল ট্যাবলেট পিসি নির্মাতাদের। আর সে কারণেই এখন অফিশিয়াল সব কাজেরও বড় একটি দখল করে নিয়েছে এই ডিভাইসটি। শুধু তাই নয়, প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (আইডিসি) ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির বিভিন্ন এন্টারপ্রাইজ পর্যায়ের আইটি ব্যবহার নিয়ে পরিচালিত তাদের সর্বশেষ এক গবেষণায় জানাচ্ছে, এসব দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের প্রায় ৪০ শতাংশের হাতেই এখন কাজের জন্য একক ডিভাইস হিসেবে উঠে এসেছে ট্যাবলেট পিসি। ট্যাবলেট পিসির সাথে সাথে যদি ট্যাবলেট-ল্যাপটপ হাইব্রিডকে যুক্ত করা হয়, তাহলে এই পরিমাণ আরও বেড়ে যায়। আইডিসির সিনিয়র গবেষক মার্টা ফিওরেন্টিনি জানাচ্ছেন, ট্যাবলেট পিসি যাদের রয়েছে তাদের অনেকেরই ডেস্কটপ পিসি বা ল্যাপটপের মতো ডিভাইস থাকলেও কাজের ক্ষেত্রে তারা মূলত ট্যাবলেট পিসির ওপরেই নির্ভর করছেন বেশি। আর ট্যাবলেট পিসির বাইরে অন্যান্য ডিভাইসের নির্ভরতাও দিন দিন কমছে। তিনি বলেন, ‘বিভিন্ন ধরনের পেশাতেই এখন কাগজ-কলম বা অন্যান্য কম্পিউটিং ডিভাইসের বদলে ট্যাবলেট পিসির ব্যবহার বাড়ছে। একদিকে ডাক্তার-নার্সরা যেমন বিভিন্ন নির্দেশনার জন্য ট্যাবলেট পিসি ব্যবহার করছেন, অন্যদিকে পাইলটরাও উড়োজাহাজ পরিচালনার বিশাল বিশাল ম্যানুয়ালের বদলে জায়গা দিচ্ছেন ট্যাবলেট পিসিকে।’ আইডিসির গবেষণায় উঠে এসেছে, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানির মতো দেশে ট্যাবলেট পিসির ব্যবহার একক ডিভাইস হিসেবে ক্রমেই বাড়ছে। বিশেষ করে এক্সিকিউটিভ, মার্কেটিং ও সেলস স্টাফ বা ইঞ্জিনিয়ারদের মতো পেশাদারদের যাদের বাইরে কাজ করতে হয়, তাদের কাছে ট্যাবলেট পিসি ব্যবহারের প্রবণতা বেশি। এন্টারপ্রাইজ পর্যায়ে ট্যাবের ব্যবহার নিয়ে আইডিসির পরিচালিত এই গবেষণায় আরও দেখা গেছে, অফিশিয়াল এসব কাজের ক্ষেত্রে ১০ ইঞ্চি বা বড় আকৃতির ডিভাইসের চাহিদাই বেশি।

    Print       Email

You might also like...

600x4001526161101_1

বিজ্ঞান চর্চায় নিয়োজিতরাই পৃথিবীকে নেতৃত্ব দিবে – প্রফেসর মাহাবুবুর রহমান

Read More →