Loading...
You are here:  Home  >  সাহিত্য  >  Current Article

কবি ফররুখকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে

farruk ahmed 1

জাগরণের কবি ফররুখ আহমদকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ঐতিহ্যপ্রেম ও কল্যাণকামীতার জন্যে আমাদের সবাইকে ফররুখ জানতে হবে, ফররুখ সাহিত্য অধ্যয়ন করতে হবে। এই প্রেক্ষাপটে কবির জন্ম শতবার্ষিকী উদযাপন ফররুখ চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কবি ফররুখ আহমদের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তারা এ কথা বলেন।

গত রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কবি ফররুখ জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদ সিলেট-এর আহবায়ক ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.), শিক্ষাবিদ কবি অধ্যক্ষ কালাম আজাদ, প্রফেসর আজিজুর রহমান লস্কর, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিন, কেমুসাস-এর সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাদত চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, মাওলানা ফজলুল করিম আজাদ, অধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমান, কেমুসাস-এর সহ-সভাপতি সেলিম আউয়াল, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক, ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, পান্ডুলিপি প্রকাশন-এর সত্বাধিকারী বায়েজিদ মাহমুদ ফয়সল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সমাজসেবী ফখরুল ইসলাম খান, কবিতাকেন্দ্র সিলেট-এর সদস্য সচিব কবি নাজমুল আনসারী, বিশিষ্ট ছড়াকার এডভোকেট আবদুস সাদেক লিপন, মাসিক আল ইসলাহ সম্পাদক এডভোকেট আবদুুল মুকিত অপি, ছড়াকার কামরুল আলম, সাংবাদিক গোলজার আহমদ হেলাল, সংগঠক এডভোকেট জুনেদ আহমদ, কলামিস্ট আবদুল হক, লিটল ম্যাগ প্রাকৃত সম্পাদক মামুন সুলতান, আবৃত্তিকার সেলিম আল রাজি, সাংবাদিক ইকবাল হাসান জাহিদ, কলামিস্ট আবু মালিহা, মাজহারুল ইসলাম জয়নাল, মিডিয়া কর্মী মো. শামসুল ইসলাম খান, লিটল ম্যাগ জলতরঙ্গ সম্পাদক আহমদ হোসাইন, মিডিয়া কর্মী ফয়সল আহমদ, গণশিল্পী মিসবাহ উদ্দিন, গল্পকার চৌধুরী রাহাত, কবি শাহিন উদ্দিন, লিটলম্যাগ অটোগ্রাফ সম্পাদক আবদুল কাদির জীবন, শিশু সংগঠক আবরার নাফি, মোয়াজ্জেম হোসেন সায়েম, কবি তাসলিমা খানম বীথি প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কন্ঠশিল্পী সুলায়মান আল মাহমুদ।

সভায় কবি ফররুখ জন্ম শতবার্ষিকী উদযান পরিষদ সিলেট-এর কমিটি গঠণ এবং প্রাথমিক কর্মসূচী প্রণয়ন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১ জুন শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাংগন থেকে র‌্যালি, আবৃত্তি প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও জন্ম শতবার্ষিকী স্মারক প্রকাশ।

    Print       Email

You might also like...

SC Soudi ধূসর মরুর বুকে

ধূসর মরুর বুকে : সাঈদ চৌধুরী

Read More →