Loading...
You are here:  Home  >  দেশ জুড়ে  >  Current Article

কীন ব্রিজ থেকে পড়ে দুই ২ পথশিশুর মৃত্যু

Kin Bridge

কীন ব্রিজ থেকে সুরমা নদীতে পড়ে দুই পথশিশুর মৃত্যু হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেটা জানাতে পারেনি পুলিশ। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর বলে জানা যায়। বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে ক্বীন ব্রিজের ওপর থেকে দুই পথশিশু সুরমা নদীর তীরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তবে ধারণা করা হচ্ছে, ওই পথশিশুরা সুরমা নদীর ক্বীন ব্রিজের রেলিংয়ে রাতে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘরে অসতর্কতায় ব্রিজ থেকে নদীর তীরে পড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

তিনি জানান, কীন ব্রিজের রেলিংয়ের ওপর অনেক সময় পথ শিশুরা শুয়ে বিশ্রাম নেয়। রাতে হঠাৎ সেতুর রেলিং থেকে দুইজন সুরমা নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    Print       Email

You might also like...

Air Ambulance

এএসআইকে কোপালো আসামি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ভর্তি

Read More →