Loading...
You are here:  Home  >  সিলেট সংবাদ  >  Current Article

ছাতক কৈতক স্কুলের সামনে বিপদজনক বিদ্যুতের খুঁটি, ঘটছে প্রাণহানি

98181
ছাতকের কৈতক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাশাপাশি বিদ্যুতের দু’টি খুঁটি বিপদজনক অবস্থায় রয়েছে। উভয় খুঁটি ও আশপাশের মাটিতে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় খুঁটিসহ এর চারপাশ মারাত্মক ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে।

বিগত কয়েক সপ্তাহর মধ্যে বেশ কয়েকটি গরু-ছাগল, শিয়াল, কুকুর বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।

বৃহস্পতিবার কৈতক গ্রামে মৃত মছদ্দর আলীর পুত্র সমুজ মিয়ার মাটিতে ছড়িয়ে পড়া বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ ছাতক বিদ্যুৎ বিভাগকে অবগত করলে শুক্রবার সকালে ঝুঁকিপূর্ন খুঁটির চারপাশ বাঁশের বেড়া দিয়ে প্রাথমিকভাবে সুরক্ষিত করা হয়।

স্থানীয় লোকজন জানান, অরক্ষিত বিদ্যুতের খুঁটির কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকিপূর্ন অবস্থায় লেখাপড়া করছে। আতংকিত হয়ে শিক্ষার্থীরা খোলাধুলা ও পিটি করতে পারছে না। ইতিমধ্যেই বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে খুঁটি অপসারন অথবা পরিবর্তন করে নিরাপদ খুঁটি বসানোর জন্য সম্প্রতি একটি আবেদন বিদ্যুৎ কর্তৃপক্ষ বরাবরে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ অবগত হয়েও এখনো কোন ব্যবস্থা নেয়নি।

    Print       Email

You might also like...

05

সিলেট চেম্বারের ইফতার মাহফিল সম্পন্ন

Read More →