কোটা পদ্ধতি বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন যথাসময়েই জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের বিষয়ে কথা বলেছেন। আমরা তার বক্তব্য শুনেছি। এখন আমরা প্রধানমন্ত্রীর দপ্তরের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সব কোটাই বাতিল হবে কি না এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এটাই প্রতীয়মান হয়।
তবে তিনি প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পৃথক ব্যবস্থা রাখার কথাও বলেছেন। প্রজ্ঞাপন জারির সময় সব বিষয়ই রাখা হবে।’
প্রজ্ঞাপন জারি করার সম্ভ্যাব্য সময় প্রসেঙ্গে তিনি বলেন, ‘অপেক্ষা করুন। যথাসময়েই প্রজ্ঞাপন জারি হবে।’
উল্লেখ্য, কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলে। এর প্রেক্ষিতে গতকাল জাতীয় সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেউই যখন চায় না। তখন কোটা পদ্ধতি থাকারই দরকার নেই। কোটা পদ্ধতিই বাতিল।
প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর আন্দোলন স্থগিত করে সাধারণ ছাত্র অধিকার পরিষদ।
জনপ্রশাসন সচিব: কোটা বাতিলের প্রজ্ঞাপন যথাসময়ে
NEXT ARTICLE →
মির্জা ফখরুলের মা আর নেই
← PREVIOUS ARTICLE
বাংলাদেশকে ৭৪০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক