Loading...
You are here:  Home  >  এক্সক্লুসিভ  >  Current Article

জর্ডান সীমান্তে আটকে পড়া সিরীয়দের মাঝে ত্রাণ সরবরাহ শুরু

syriaজর্ডান সীমান্তে আটকে পড়া প্রায় ৮৫ হাজার সিরীয় শরণার্থীর মাঝে ত্রাণ বিতরণ শুরুর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। গত কয়েক মাসের মধ্যে ত্রাণ সরবরাহের এটা প্রথম ঘটনা।
জাতিসংঘ মঙ্গলবার বলেছে, ত্রাণ সামগ্রীর মধ্যে খাবার, শীতের কাপড়, কম্বল ও স্বাস্থ্যসম্মত বিভিন্ন সমাগ্রী রয়েছে।
জর্ডান সীমান্তে দুটি অস্থায়ী শিবিরে শোচনীয় পরিস্থিতির মধ্যে সিরিয়ার শরণার্থীরা বসবাস করছেন। শরণার্থীদের বেশিরভাগই নারী ও শিশু।
গত জুনে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বোমা হামলায় জর্ডানের সাত সৈন্য নিহত হওয়ার পর দেশটি সীমান্ত বন্ধ করে দেয়।
এরপর আগস্টে মাত্র একবার রাকবান ও হাদালাত শিবিরে বসবাসকারী শরণার্থীদের মধ্যে ক্রেনের সাহায্যে ত্রাণ সরবরাহ করা হয়।
গতকাল মঙ্গলবার জাতিসংঘ জানায়, সংস্থাটি দীর্ঘদিন ধরে আলোচনার পর জর্ডান সামরিক বাহিনীর সঙ্গে একটি চুক্তি করতে সক্ষম হয়েছে।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, শীতকালের শুরুতেই ত্রাণ সাহায্য সরবরাহ শুরু করা গেছে।
সংস্থার তথ্যানুযায়ী, ছয় লাখেরও বেশি সিরীয় শরণার্থী এখন জর্ডানে রয়েছেন। তবে দেশটির সরকার বলেছে, সেখানে শরণার্থীর সংখ্যা ১৫ লাখেরও বেশি হতে পারে। -বাসস

    Print       Email

You might also like...

2D5D723F-3327-443B-A229-AAB0D9177CEC

এরদোগানের বিশাল বিজয় : নতুন যুগে তুরস্ক

Read More →