Loading...
You are here:  Home  >  এক্সক্লুসিভ  >  Current Article

থাইল্যান্ডে ৩৬ পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ

132212thailand-bangladesh
থাইল্যান্ডে রফতানি বাড়াতে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্যসহ ৩৬ পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা চেয়েছে বাংলাদেশ।

বুধবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ বাণিজ্য কমিশনের (জেটিসি) বৈঠক শেষে বাণিজ্যসচিব শুভাশীষ বসু বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্ন্টমেন্ট অব ট্রেড নেগোসিয়েশনের মহাপরিচালক বনিয়ারিত কালায়ানামিথ থাইল্যান্ডের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন।

এটা দুই দেশের মধ্যে চতুর্থ জেটিসি সভা। সচিব পর্যায়ের বৈঠক শেষে বৃহস্পতিবার মন্ত্রী পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে দুই দিনের জেটিসি সভা সম্পন্ন হবে।

এতে নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। থাইল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাণিজ্যমন্ত্রী আপিরাদি তানট্রাপর্ন।

থাইল্যান্ডের নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সমন্বয়ে একটি প্রতিনিধি দলও বৈঠকে অংশ নিয়েছে। এর আগে জেটিসির তৃতীয় সভা ২০১৩ সালে ব্যাংককে অনুষ্ঠিত হয়।

বাণিজ্যসচিব শুভাশীষ বসু বলেন, থাইল্যান্ডে রফতানি বাড়াতে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্যসহ ৩৬ পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আমরা থাইল্যান্ডে ৩৬টি পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চেয়েছি, কিন্তু এটা চাইলেই হবে না। তারা বলেছে, আমাদের মতো উন্নয়নশীল দেশকে যদি শুল্কমুক্তি সুবিধা দেয় তাহলে সব দেশকে সুবিধা দিতে হবে। তখন আমরা বলেছি, এমন কোনো পণ্য যা অন্য দেশের নেই, যেমন- পাট। পাটে আমাদের ৫ শতাংশ শুল্ক দিতে হয়। পাটে আমরা শুল্কমুক্ত সুবিধা চেয়েছি। পাট ও পাটজাত পণ্যে আমাদের প্রতিযোগী ভারত, তারা থাইল্যান্ডে শুল্কমুক্ত সুবিধা পায় আসিয়ানের সদস্য হিসেবে।

বাণিজ্যসচিব শুভাশীষ বসু আরও বলেন, আমাদের অনেক পণ্যেরই খবর তারা জানতো না। সিরামিক, পাটজাত দ্রব্য, ওষুধসহ অনেক পণ্যের খবর তাদের দিয়েছি। বাংলাদেশ ও থাইল্যান্ডের বাণিজ্য গ্যাপ অনেক। আমাদের রফতানি ৩৫ মিলিয়ন ডলার আর তাদের ৯শ’ মিলিয়ন। তাদের বলেছি এই গ্যাপ কমাতে হবে।

বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে থাইল্যান্ডের প্রতিনিধি দলের সদস্যদের মাধ্যমে সে দেশের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছি যেন তারা বাংলাদেশে বিনিয়োগ করে।

    Print       Email

You might also like...

1531921088_6

এরদোগানের প্রশংসায় ট্রাম্প

Read More →