Loading...
You are here:  Home  >  এক্সক্লুসিভ  >  Current Article

নিরাপদ পানির অভাবে বছরে ৫ লাখ শিশুর মৃত্যু

Waterপরিষ্কার পানি ও নিরাপদ পয়ঃব্যবস্থার অভাবের কারণে জন্মের এক মাসের মধ্যে বিশ্বে প্রতিবছর পাঁচ লাখ শিশুর মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য বিষয়ক সংস্থা ডব্লিএইচও’র সহযোগিতায় দাতব্য সংস্থা ওয়াটার এইড প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এক তৃতীয়াংশ উন্নয়নশীল দেশের হাসপাতালে কর্মচারী ও রোগীদের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা নেই এবং ৪০ শতাংশ হাসপাতালেরই পানির উৎস নেই।
প্রতিবেদনে বলা হয়, এসব শিশুর পরিষ্কার পানিতে ধোয়া এবং  তাদের অভিভাবকরা সাবান দিয়ে হাত ধুয়ে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে যত্ন নিতে পারলে  প্রতি পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু ঠেকানো সম্ভব হতো।
ওয়াটার এইডের প্রধান নির্বাহী বারবারা ফ্রস্ট বলেন, ‘স্বাস্থ্য সেবার জন্য হাসপাতাল ও ক্লিনিক পরিচ্ছন্ন রাখা মৌলিক ও প্রাথমিক যোগ্যতা, যাতে আপনি প্রশ্ন করতে পারেন পরিচ্ছন্ন পানি ছাড়া অথবা ন্যূনতম পয়ঃব্যবস্থাবিহীন সেবা রোগীকে হাসপাতাল দিবে কিনা।
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে অসংখ্য শিশুর জন্ম দুঃখজনকভাবে প্রাথমিক অবস্থায় ও প্রতিরোধযোগ্য মৃত্যু নিন্দনীয়।

    Print       Email

You might also like...

118136_Lava

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আগ্নেয়গিরিতে প্রকৃতির খেলা

Read More →