Loading...
You are here:  Home  >  সাহিত্য  >  Current Article

ফররুখ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মৌলিক কবি

s
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মৌলিক প্রতিভার অধিকারী শক্তিমান কবি ফররুখ আহমদ। তিনি বাংলা কাব্যসাহিত্যে যেমন উচ্চাসন লাভ করেছেন, তেমনি শিশুদের জন্যে তার রচিত সাহিত্যও আপন মহিমায় উজ্জ্বল।
জাগরণের কবি ফররুখ জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধনকালে বিশিষ্ট শিক্ষাবিদ কবি কর্ণেল সৈয়দ আলী আহমদ (অব.) এ কথা বলেন।
৯ জুন শনিবার কেমুসাস সাহিত্য আসর কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটো পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে কুইজ প্রতিযোগিতা উপ কমিটির সদস্য সচিব ছড়াকার কামরুল আলম ও দ্বিতীয় পর্বে আবৃত্তি প্রতিযোগিতা উপ-কমিটির সদস্য সচিব কবি মামুন সুলতান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, কেমুসাস-এর কোষাধ্যক্ষ এডভোকেট আবদুস সাদেক লিপন, এডভোকেট জুনেদ আহমদ, ছড়াকার নজমুল হক চৌধুরী। অন্যান্যেও মধ্যে আলোচনায় অংশ নেন গল্পকার মিনহাজ ফয়সল, সায়েদ আহমদ, রিয়াদ আহমদ, আবরার নাফি।
কবি ফররুখ জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে গৃহীত মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ ১০ জুন রোববার কবি ফররুখের রুহের মাগফেরাত কামনায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে এক দোয়া মাহফিল এবং ৩০জুন শনিবার বেলা ৩টায় শহিদ সোলেমান হলে ফররুখ স্মরণে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মাসব্যাপী কর্মসূচীর সমাপনী সভা অনুষ্ঠিত হবে।
রচনা প্রতিযোগিতায় ক গ্রুপে ৮ ম থেকে ১০ম শ্রেণি বা সমমান, বিষয়- ছোটদের কবি ফররুখ (শব্দ অনূর্ধ্ব ১০০০), খ গ্রুপে কলেজ বিশ^বিদ্যালয় বা সমমানের শিক্ষার্থী, বিষয়- বাংলা সাহিত্যে ফররুখ আহমদের অবদান (শব্দ সংখ্যা-১৫০০)। রচনা আগামী ২৩ জুনের মধ্যে আইএলএ, শাহজালাল উপশহর রোড, শিবগঞ্জ, সিলেট-এ ঠিকানায় পাঠাতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্যে০১৭১২১৬৬৭১৪, ০১৭১২৭৮৬৭৭৫ অথবা ০১৯৭১৩১১৫৭৪ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

    Print       Email

You might also like...

SC Soudi ধূসর মরুর বুকে

ধূসর মরুর বুকে : সাঈদ চৌধুরী

Read More →