Loading...
You are here:  Home  >  সাহিত্য  >  Current Article

বিশ্বসাহিত্যের টুকিটাকি

মতিন মাহমুদ |
নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলারের শীর্ষে স্যান্ডফোর্ড
নিউ ইয়র্ক টাইমস পত্রিকা প্রতি সপ্তাহে বেস্ট সেলার বইয়ের তালিকা প্রকাশ করে । এতে ফিকশন ও নন ফিকশন সব বেস্ট সেলার বইয়েরই তালিকা থাকে । নির্দিষ্ট বুক শপের বিক্রির তথ্যের ভিত্তিতে এ তালিকা করা হয়। এ সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের কম্বাইন্ড প্রিন্ট ও ই-বুক ফিকশন এবং হার্ডকভার ফিকশন উভয় তালিকাতেই উঠে এসেছে একটি নতুন উপন্যাস ‘টুইস্টেড প্রেই’। এটি লিখেছেন জন স্যান্ডফোর্ড। ৭৪ বছর বয়স্ক এই মার্কিন লেখকের পড়াশোনা আইওয়া ইউনিভাসিটিতে । তিনি সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন। এই বইটি তার লেখা সিরিজের ২৮ তম বই। এটি মূলত একটি গোয়েন্দা কাহিনী, উপন্যাসের প্রধান চরিত্র মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির এক সদস্য। দেখা যাচ্ছে গোয়েন্দা কাহিনীর প্রতি পাঠকদের আগ্রহের কমতি নেই। উভয় তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেভিড বালডাচির ‘দি ফলেন’। এটি এই তালিকায় দু সপ্তাহ ধরে আছে। তালিকায় কমবাইন্ডের তিন নম্বরে আছে জেক ট্যাপারের ‘দি হেলফায়ার কাব’ এবং হার্ডকভার ফিকশনের তালিকায় তিন নম্বরে আছে লি চাইল্ডের ‘ দি মিডলাইট লাইন’।

কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল বুক ফেয়ার
সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়ে গেল কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। ২৭ এপ্রিল শুরু হয়ে ৬ মে পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই বই মেলা শেষ হয়। এবারের এই মেলার গেস্ট অব অনার কান্ট্রি ছিল ইন্দোনেশিয়া ও সৌদি আরব, সেই সাথে ছিল মালয়েশিয়ার একটি রাজ্য কেদাহ।। এ বছর হয়ে গেল এই মেলার ৩৭তম পর্ব। বুঝাই যাচ্ছে দেশটিতে বই এবং বইমেলার আকর্ষণ পুরনো। ইংরেজি ও স্থানীয় ভাষার বই এই মেলার আকর্ষণ। এই মেলাকে দর্শকের অংশগ্রহণের দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বই মেলা হিসেবে দেখা হয়। মেলায় শুধু ইন্দোনেশিয়ারই বিভিন্ন ক্যাটাগরির এক হাজারেরও বেশি বই প্রদর্শিত হয়। বই মেলায় আলোচনা, পাঠক-লেখক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ছিল বইয়ের ইলাস্ট্রেশন বা ছবি অঙ্কনবিষয়ক কর্মশালা। বিশিষ্ট লেখক ও শিল্পীরা এতে যোগ দেন।

    Print       Email

You might also like...

SC Soudi ধূসর মরুর বুকে

ধূসর মরুর বুকে : সাঈদ চৌধুরী

Read More →