Loading...
You are here:  Home  >  আমেরিকা  >  Current Article

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

plane-accident-1

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বুধবার একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এর ৫ আরোহী নিহত হয়েছেন। খবর সিএনএনের।

দেশটির ন্যাশনাল গার্ড কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, প্রশিক্ষণে অংশ নেয়ার সময় বুধবার ডব্লিউ সি-১৩০ মডেলের ওই বিমানটি জর্জিয়ার সাভানা হিল্টনের প্রধান বিমানবন্দরের কাছে ২১ নম্বর হাইওয়েতে বিধ্বস্ত হয়।

বিমানটিতে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন জর্জিয়া এয়ার ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন জেফরি বেজোর।

গণমাধ্যমে প্রকাশিত ছবি থেকে দেখা যায় বিধ্বস্ত প্লেনটিতে আগুন জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়া উড়ছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম।

    Print       Email

You might also like...

BB_press-

স্বর্ণ অন্য ধাতু হওয়ার বিষয় সঠিক নয়: বাংলাদেশ ব্যাংক

Read More →