Loading...
You are here:  Home  >  সারাবিশ্ব  >  Current Article

যৌন নিগ্রহ তদন্তে ভুল স্বীকার পোপের

যৌন নিগ্রহের অভিযোগ খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে গিয়ে খুব বড় ভুল হয়ে গেছে বলে মেনে নিলেন পোপ ফ্রান্সিস। যৌন নিগ্রহের শিকার যারা, তাদের কাছে ক্ষমা চাইতে ভ্যাটিকানে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। যদিও ক্ষতিগ্রস্তদের সম্মানহানি হয়েছিল তার হাতেই, স্বীকার করেছেন পোপ।

ওই কেলেঙ্কারি নিয়ে আগামী সপ্তাহে এক জরুরি সম্মেলনে পোপ তলব করেছেন চিলির সব বিশপকে। ভ্যাটিকান সূত্রে খবর, এ ধরনের বিশেষ তলব খুব ব্যতিক্রমী ক্ষেত্রেই হয়ে থাকে।

চিলির রেভারেন্ড ফার্নান্দো কারাদিমার ঘনিষ্ঠ বিশপ জুয়ান বারোসকে কয়েক বছর আগে পোপ দক্ষিণ চিলির অসর্নোর বিশপ পদে নিয়োগ করেছিলেন। তখন থেকেই সমালোচনার ঝড় ওঠে। কারণ নাবালকদের উপরে ধারাবাহিকভাবে যৌন নিগ্রহ চালানোর অভিযোগ ছিল রেভারেন্ড ফার্নান্দোর বিরুদ্ধে। আর বিশপ জুয়ান সেই অভিযোগ চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। – আনন্দবাজার পত্রিকা

    Print       Email

You might also like...

1531757311_20

ক্ষমতায় সমতার স্বপ্ন বিশ্বের নিয়ন্ত্রণ যেখানে নারীর হাতে

Read More →