Loading...
You are here:  Home  >  প্রবাস  >  Current Article

রোহিঙ্গাদের পাশে থাকার সংকল্প কক্সবাজার এসোসিয়েশনের

1E2544C7-A556-4C43-86AE-A256ACBFB403
রোহিঙ্গাদের পাশে থাকার সংকল্প করেছে কক্সবাজার এসোসিয়েশন। রবিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলের সংগঠনের ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সেখানে এ সংকল্প ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের প্রধান এডভোকেট মজিবর রহমান, আশরাফুল হাসান বুলবুল, কক্সবাজার এসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান নুরুল আজিম, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এ্যান্ড ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহিদুল হক সাঈদ, সাবেক এমপি এমএম শাহীন, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী আজম, সাবেক সেক্রেটারি আল জুবায়ের মানিক, আবুল কালাম আজাদ, সমীরুল ইসলাম বাবলু, আবুল কালাম আজাদ, রিয়েল এস্টেট বিনিয়োগকারী মইনুল ইসলাম, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, জেবিবিএর নেতা ফাহাদ সোলায়মান, কবি মিশুক সেলিম, কম্যুনিটি লিডার মাকসুদ এইচ চৌধুরী, কণ্ঠশিল্পী কামরুজ্জামান প্রমুখ।

    Print       Email

You might also like...

Untitled-3-5b228f23b3694

প্রবাসে ঈদ : সালেহা চৌধুরী

Read More →