Loading...
You are here:  Home  >  ইউকে  >  Current Article

লন্ডনে মেয়র আনিসুল হ‌কের শারীরিক অবস্থা অপ‌রিব‌র্তিত

5303831e0ba01596ba588ca6dde088a2-57a6c6e331c60

ঢাকা উত্তর সি‌টি ক‌রপো‌রেশ‌নের মেয়র আনিসুল হ‌কের শারীরিক অবস্থা প্রায় অপ‌রিব‌র্তিত র‌য়ে‌ছে।

লন্ডনে বাংলা‌দেশ দূতাবা‌সের প্রেস মি‌নিস্টার সাংবা‌দিক নাদীম কা‌দির শ‌নিবার (১৯ আগস্ট) লন্ডন সময় রাত সা‌ড়ে আটটায় হাসপাতা‌লের চি‌কিৎসক‌দের বরাত দি‌য়ে এ তথ্য জানান।

প্রেস মি‌নিস্টার আরও জানান, আনিসুল হ‌ককে নতুন আরও কিছু ওষুধ দি‌য়ে‌ছেন চি‌কিৎসকরা। সোমবার (২১ আগস্ট) মেয়‌রের শারী‌রিক অবস্থা সম্প‌র্কে চি‌কিৎসকরা জানানোর পর আমরা বিস্তারিত বলতে পারব।

নাদীম কাদির বলেন, ‘বর্তমা‌নে তার অবস্থা স্থি‌তিশ‌ীল আ‌ছে। শারী‌রিক অবস্থা নতুন ক‌রে অবন‌তি হয়‌নি।’

    Print       Email

You might also like...

4C389A6E-C4D7-4F69-BBAD-5D3FA9F21BED

ইংল্যান্ডের বাজিমাত

Read More →