Loading...
You are here:  Home  >  ইউরোপ  >  Current Article

শরণার্থী শিবিরে গেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে

14771কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে গেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়াঁ। সেখানে সহিংসতার শিকার রোহিঙ্গাদের খোঁজখবর নিয়েছেন তিনি।

দুপুর ১২টার দিকে পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলুকে সঙ্গে নিয়ে কক্সবাজার পৌঁছান তুরস্কের ফার্স্ট লেডি। পরে তাঁরা টেকনাফের পথে রওনা হন। কক্সবাজার থেকে আজই ঢাকায় ফিরবেন তৃর্কি ফার্স্ট লেডি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাদের সঙ্গে আছেন। সন্ধ্যা পৌনে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফার্স্ট লেডি এমিনে এরদোয়াঁ।

এদিকে নাফ নদীতে আবারও শরণার্থী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। উদ্ধার হয়েছে দুই শিশুসহ ১১ মরদেহ। এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ নিয়ে গত দুই সপ্তাহে নৌকাডুবিতে নিহত ৭৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার হলো।

    Print       Email

You might also like...

1526741490

যৌন কেলেঙ্কারি ইস্যুতে চিলির ৩১ বিশপের সবারই পদত্যাগ

Read More →