Loading...
You are here:  Home  >  বিজ্ঞান ও প্রযুক্তি  >  Current Article

সবচেয়ে প্রবীণ ফেইসবুক ব্যবহারকারী ১১৪ বছর বয়সে মারা গেছেন

সময়২৪: গত রোববার সবচেয়ে বয়স্ক ফেইসবুক ব্যব হারকারী ২১৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তার নাম আন্না স্টিহর। তিনি যুক্তরাষ্ট্রের মিনেসেটা অঙ্গরাজ্যের বাসিন্দা। ঘুমের মধ্যেই তিনি মারা যান।
১১৩ বছর বয়সে তিনি একটি আইপ্যাড মিনির মাধ্যমে তিনি ফেইসবুক একাউন্ট খোলার সিদ্ধান্ত নেন। কিন্তু এতে একটি সমস্যা দেখা দেয়। ওয়েব সাইট ১৯০৫ সালের আগের কোন জন্ম তারিখ নিবন্ধন করতে রাজী হয়নি। এ অবস্থায় তিনি ফেইসবুককে একটি চিঠি লিখে বিষয়টি জানান। তিনি লিখেন, আমি এখনো এখানে আছি।
তার কাহিনী জানার পর ফেইসবুক কোম্পানী তার গত জন্মদিনে ১১৪ টি ফুল পাঠিয়ে অভিনন্দন জানায়।
উল্লেখ্য, আন্না স্টিহর ছিলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু ব্যক্তিদের মধ্যে দ্বাদশ এবং যুক্তরাষ্ট্রে ৭ম।
তার পুত্র হারলীন স্টিহর বলেন, আন্না জীবনের শেষ দিন পর্যন্ত তীক্ষèধিসম্পন্ন ছিলেন। আমি মনে করি না আমারমা চিরকাল বাঁচতে চেয়েছিলেন। তিনি শুধু অধিকাংশ মানুষের চেয়ে এগিয়ে ছিলেন।

    Print       Email

You might also like...

600x4001526161101_1

বিজ্ঞান চর্চায় নিয়োজিতরাই পৃথিবীকে নেতৃত্ব দিবে – প্রফেসর মাহাবুবুর রহমান

Read More →