Loading...
You are here:  Home  >  অস্ট্রেলিয়া  >  Current Article

সাইকেল চালিয়ে ১৭ দেশ পার দম্পতির

Austদীর্ঘদিনের বন্ধুত্ব থেকে বিয়ে। সখ ছিল একসঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখার। বিয়ের দু’বছরের মাথায় চাকরি ছেড়ে স্বপ্ন সফল করতে বেরিয়ে পড়লো তারা দুজনেই। অস্ট্রেলিয়া নিবাসী ৩৪ বছরের ফিলিপ এবং ৩১ বছরের ফ্রান জনসন। দুটি সাইকেলে টানা ১১ মাস পথ চলে নয়া রেকর্ড গড়ার মুখে এই দম্পতি। গত ১১ মাসে কঠিন ঠা-া প্রবল গরম, মরুভূমি, জঙ্গল পার করে টানা ১৭টি দেশ পার করেছে তারা মাঝে পথের বিপদ ভাগ করে নিয়েছে একসঙ্গে। পাশে থেকেছে সবসময়। তাদের নিজেরাই জানিয়েছেন চাকরি ছেড়ে দেশ ভ্রমণের প্রথম দিনের স্মৃতি। ‘হঠাৎ একদিন আমরা ঠিক করলাম চাকরি ছেড়ে বেরিয়ে পড়বো। হলোও তাই। প্রথম যেদিন ফ্রানকে চাকরি ছাড়ার কথা বলেছিলাম ও অবাক হবে গিয়েছিল।’ এক নিঃশ্বাসে কথা বলে গেলেন ফিলিপ। সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যেই গ্রিনেস বুকে নাম উঠতে চলেছে এই দম্পতির।

    Print       Email

You might also like...

BB_press-

স্বর্ণ অন্য ধাতু হওয়ার বিষয় সঠিক নয়: বাংলাদেশ ব্যাংক

Read More →