Loading...
You are here:  Home  >  প্রবাস  >  Current Article

সিডনিতে ভিকারুননিসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

c59891e2509bd8bed0827a665e7a4d11-59e5cff451dae (1)
ঢাকার ঐতিহ্যবাহী ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের অস্ট্রেলিয়াপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল পুনর্মিলনী অনুষ্ঠান। গত ১৪ অক্টোবর শনিবার প্রথমবারের মতো ভিকারুননিসা নুন অ্যালামনাই অস্ট্রেলিয়া সিডনিতে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। নির্ধারিত সময়ের আগেই পরিবার-পরিজনসহ প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকেন। তাদের সমাগমে মুখরিত হতে শুরু করে অনুষ্ঠানস্থল।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় নারী শিক্ষার এ বিদ্যাপীঠে যাপিত শৈশব ও কৈশোরের স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্রীরা। দূরদেশে এসেও স্কুলজীবনের সেই সোনালি দিনের কথায় গাম্ভীর্য ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মাঝে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভিকারুননিসা নুন অ্যালামনাই অস্ট্রেলিয়ার সভাপতি ইফাত আঞ্জুম ও সাধারণ সম্পাদক ফারিজা সাবরিনা।
পুনর্মিলনী উপলক্ষে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, দলীয় নৃত্য ও বিনোদনমূলক বিতর্ক প্রতিযোগিতার।
আগামী দিনগুলোতে সকলের সার্বিক মঙ্গল কামনা করে ও প্রীতি নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের সমন্বয়ে ছিলেন সুরঞ্জনা জেনিফার রহমান।

    Print       Email

You might also like...

Notice

নাঈমুল ইসলামের বিরুদ্ধে জোবাইদার লিগ্যাল নোটিশ

Read More →