Loading...
You are here:  Home  >  সিলেট সংবাদ  >  Current Article

সিলেটের কোম্পানীগঞ্জে নির্মিত হচ্ছে দেশের প্রথম ইলেকট্রনিক্স সিটি

photo-1473048549

২০২১ সাল নাগাদ তথ্য প্রযুক্তি খাতে দেশে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জে নির্মিত হচ্ছে দেশের প্রথম ইলেকট্রনিক্স সিটি। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, এই প্রকল্পের মাধ্যমে মূলত হার্ডওয়্যার শিল্প গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। ২০১৮ সালে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হলে ৫০হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা কর্তৃপক্ষের।

দেশব্যাপী তথ্য-প্রযুক্তি খাতের অবকাঠামো উন্নয়ন করতে চায় সরকার। এরই অংশ হিসেবে হিসেবে সিলেটে নির্মিত হচ্ছে, দেশের প্রথম ইলেকট্রনিক্স সিটি। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে সরকারি-বেসরকারি পর্যায়ের ৪০টি অবকাঠামোর অন্যতম এই প্রকল্প।

সিলেটের কোম্পানীগঞ্জে ২০১৬ সালে ১৬২ একর জমিতে প্রকল্প উন্নয়নের কাজ শুরু হয়, যার প্রথম পর্যায়ের কাজ শেষ হবে আগামী বছর। এজন্য ব্যয় হবে মোট ৩শ৭৮কোটি টাকা। প্রকল্পে থাকছে সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ও ইনকিউবেশন সেন্টার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, দেশে হাইটেক শিল্পের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিই এর মূল লক্ষ্য।

এ ধরণের কার্যক্রমের মাধ্যমে আইসিটি খাতে বাংলাদেশের উন্নতির ভূঁয়সী প্রশংসা করলেন, জাতিসংঘের এপিসিআইসিটি পরিচালক।

সরকারের লক্ষ্য, ২০২১ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান। সেই সাথে এ খাতের রপ্তানির লক্ষ্যমাত্র ৫শ কোটি ডলার ছাড়ানো।

    Print       Email

You might also like...

Sylhet-1-3

উন্নয়ন ও পরিবর্তনের অপেক্ষায় নগরবাসী -এডভোকেট জুবায়ের

Read More →