Loading...
You are here:  Home  >  সিলেট সংবাদ  >  Current Article

সিলেটে বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিলেটে যাত্রীবাহী বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে আমির আলী (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির আলী লেগুনার চালক বলে জানিয়েছে পুলিশ। তিনি বিশ্বনাথের আলাপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এর চালক আমির আলী মারা যান। আহত হন লেগুনার বেশ কয়েকজন যাত্রী।

আহতদের উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করেছে।

এদিকে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

    Print       Email

You might also like...

16de4047f1b00c740eca5a206a9f31dd-59eb5649c6e27

এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন ২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠান

Read More →