Loading...
You are here:  Home  >  সিলেট সংবাদ  >  Current Article

সিলেট সিক্সার্সের জার্সি উন্মোচন করলেন ওয়াকার ইউনুস

99237
দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট যুদ্ধ বিপিএল টি-২০ দরজায় কড়া নাড়ছে। অংশগ্রহণকারী দলগুলো শুরু করতে যাচ্ছে নিজেদের প্রাকটিস। এবারকার বিপিএলে ‘সিলেট সিক্সাসর্’ লড়ছে প্রথমবারের মতো।

আজ থেকেই প্রাকটিসের জন্য মাঠে নামছে সিলেট সিক্সার্স। বুধবার সন্ধ্যায় ঘরের মাঠেই জমকালো আয়োজনে সিলেট সিক্সার্স তাদের অফিসিয়াল জার্সি উন্মোচন করেছে।

দলটির জার্সি উন্মোচন করেন সিক্সার্সের শুভেচ্ছা দূত পাকিস্তানের সাবেক পেস তারকা ওয়াকার ইউনূস।

সিলেট জেলা স্টেডিয়ামে আতশ বাঁজির ঝলকানিতে ক্রিকেট প্রেমীদের উপস্থিতিতে দলটির জার্সি উন্মোচন করেন সিক্সার্সের শুভেচ্ছা দূত পাকিস্তানের সাবেক পেস তারকা ওয়াকার ইউনূস।

এর আগে সিলেট সিক্সার্স তাদের দলের ১০ জন প্লেয়ারের নাম ঘোষণা করে।

জার্সি উন্মোচনে ছিলেন সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত, সিইও ইয়াসির ওবায়েদ, পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও মাহি উদ্দিন আহমদ সেলিম।

    Print       Email

You might also like...

IMG_8973

সাবেক সচিব ও হাইকমিশনার মোফাজ্জল করিমের সাথে বঙ্গবীর ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

Read More →