Loading...
You are here:  Home  >  এক্সক্লুসিভ  >  Current Article

সুনামগঞ্জে থ্রিজি সেবা চালু করলো এয়ারটেল

Air telবাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সুনামগঞ্জে তাদের থ্রিজি সেবা চালু করেছে। থ্রিজি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিলেট অঞ্চলের জোনাল বিজনেস ম্যানেজার এম খুরশেদ আলম; সিলেট অঞ্চলের জোনাল সেলস ম্যানেজার সাখাওয়াত হোসেন; সুনামগঞ্জ অঞ্চলের টেরিটরি ম্যানেজার মাহফুজুর রহমান সরকার এবং যুবায়ের ইবনে নূর এবং সুনামগঞ্জে এয়ারটেলের ডিস্ট্রিবিউটর সোলায়মান। থ্রিজি সেবা চালুর অনুষ্ঠানটি সুনামগঞ্জ সদরে অনুষ্ঠিত হয়।  এয়ারটেল বাংলাদেশ লিমিটেড নিরলসভাবে সারা দেশব্যাপী তাদের থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করে চলছে। সুনামগঞ্জে থ্রিজি সেবার উদ্বোধন দেশের সর্বত্র এয়ারটেলের উচ্চমানের নেটওয়ার্ক বিস্তারের প্রতিশ্রুতির অংশ।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ইতোমধ্যেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরের পাশাপাশি দেশের অধিকাংশ স্থান তাদের থ্রিজির আওতায় নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বগুড়া, খুলনা, রাজশাহী, কক্সবাজার, হবিগঞ্জ, বরিশাল, চাঁদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী এবং সুনামগঞ্জও এখন এই তালিকায় যুক্ত হলো। প্রেস বিজ্ঞপ্তি।

    Print       Email

You might also like...

6afed405318d4219e5ce1f58be1a4401-5a1580a4a4885

২৭ নভেম্বর লন্ডনে কারি শিল্পের ‘অস্কার’

Read More →