Loading...
You are here:  Home  >  সিলেট সংবাদ  >  Current Article

সুরমা নদীতে পড়ে শিশু নিখোঁজ হয়েছে।

Chadnani20170830183149 (1)সিলেটের সুরমা নদীতে চাঁদনী আক্তার নামে সাত বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

চাঁদনী সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের ঘোপাল গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও স্থানীয় ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

বুধবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে ভেসে যাওয়া লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ হয় চাঁদনী। বিকেল পর্যন্ত তার খোঁজ মেলেনি।

নিহতের মামা সাংবাদিক নুর আহমদ বলেন, বাড়ির পাশে সুরমা নদী। নদী তীরে ব্লক ফেলা। সেখানে দাঁড়িয়ে প্রায়ই লোকজন পানিতে ভেসে যাওয়া লাকড়ি সংগ্রহ করেন। ঘটনার সময় চাঁদনী ও তার সহপাঠি লাকড়ি সংগ্রহ করা দেখছিলো। এক পর্যায়ে চাঁদনী ব্লকে পা দিয়ে লাকড়ি তুলতে গিয়ে নদীতে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে স্রোতে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিশুটির সন্ধানে চেষ্টা অব্যাহত রয়েছে। বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মিলেনি।

    Print       Email

You might also like...

122647_b7

সিলেটে পুলিশ ছাত্রদল সংঘর্ষ, গুলি, আহত ১৫, আটক ২০

Read More →