Loading...
You are here:  Home  >  প্রবাস  >  Current Article

সৌদি আরবে সন্ত্রাসী হামলায় নিহত এক বাংলাদেশি

সৌদি আরবে একটি নিরাপত্তা চেকপয়েন্টে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন একজন বাংলাদেশি ও সে দেশের একজন নিরাপত্তা কর্মকর্তা। রোববার সৌদি আরবের বুরাইদাহ অঞ্চলে ওই হামলা হয়। সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে সৌদি গেজেট। এতে নিহত ওই বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয় নি তাৎক্ষণিকভাবে। বলা হয়েছে, হামলায় দুই সন্ত্রাসীও নিহত হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আল কাসিম প্রদেশের বুরাইদাহতে অবস্থিত বুরাইদাহ-তারাফিয়াহ সড়কের একটি চেকপোস্টে ওই হামলা হয়।

স্থানীয় সময় বিকাল পৌনে চারটার দিকে একটি গাড়িতে করে তিন সন্ত্রাসী সেখানে গোলাগুলি শুরু করে। জবাবে নিরাপত্তা রক্ষীরাও গুলি ছোড়ে। এ সময় ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত সৌদি নাগরিকের নাম জানা গেছে। তিনি হলেন প্রথম শ্রেণির ওয়ারেন্ট অফিসার সুলাইমান আবদুল আজিজ আল আবদুল লতিফ। আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার অবস্থা কি তা জানা যায় নি। ঘটনার পর নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

    Print       Email

You might also like...

115602_bangladesh_pratidin_Ayub_Ali_BDP

দুর্বৃত্তের গুলিতে ফ্লোরিডায় যুবলীগ নেতা খুন

Read More →