Loading...
You are here:  Home  >  এক্সক্লুসিভ  >  Current Article

সৌদি আরব শ্রমিকদের পাঠানো অর্থে কর আরোপ করবে না

Labourসৌদি আরবে তিন কোটি মানুষের বাস যার তিন ভাগের এক ভাগই অভিবাসী।এর মধ্যে রয়েছে লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিকও। কাজের খোঁজে যাওয়া এসব শ্রমিকদের অন্যতম আকর্ষণের বিষয়ই ছিলো সেখানে কর্মরত শ্রমিকদের আয় করা অর্থ দেশে পাঠানোর সময় কোন কর দিতে হয়না।কিন্তু সম্প্রতি বিশ্ব বাজারে তেলের মূল্য পড়ে যাওয়ায় দেশটিতে বাজেট ঘাটতি তৈরি হয়।এর পর গত বছর নানা ধরনের সংস্কার ঘোষণা করা হয়েছে।
বাজেট ঘাটতি কমাতেই শ্রমিকদের অর্থ দেশে পাঠানোর সময় তাতে ছয় শতাংশ হারে কর আরোপের সুপারিশ করেছিলো দেশটির সুরা কাউন্সিল।
এই কাউন্সিল দেশটিতে খুবই সম্মানের স্থান দখল করে রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে তাদের সুপারিশ সব সময় মেনে নেয়া হয়।
শ্রমিকদের অর্জিত অর্থ দেশে পাঠানোর সময় তাতে এমন কোন কর আরোপ করা হবে না বলে জানিয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়।এক টুইটার বার্তায় তারা বিষয়টি জানিয়েছে।
সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের এই টুইটে বলা হয়েছে, ‘সৌদি রাজ্য আন্তর্জাতিক মান বজায় রেখে পুঁজির অবাধ প্রবাহের নিতিতে বিশ্বাস করে’ এই টুইটার বার্তায় মন্ত্রণালয় যা জানিয়েছে তাতে হাঁফ ছেড়ে বেঁচেছেন লক্ষ লক্ষ শ্রমিক।

    Print       Email

You might also like...

eueu

সব দলের অংশগ্রহণে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন

Read More →