Loading...
You are here:  Home  >  এক্সক্লুসিভ  >  Current Article

সৌদী আরবে শীঘ্রই চালু হচ্ছে ‘টু হলি মস্কেজ ইউনিভার্সিটি’

সময়২৪: সৌদী আরবে শীঘ্রই উদ্বোধন করা হবে নতুন ‘টু হলি  মস্কেজ ইউনিভার্সিটি’। বিভিন্ন ধর্মীয় বিষয়ে শিক্ষা দানের উপর গুরুত্ব দেবে এই  বিশ্ববিদ্যালয়।  দু’টি পবিত্র মসজিদ বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস সম্প্রীতি এ তথ্য প্রকাশ করেছেন।
‘টু হলি মস্কেজ ইনস্টিটিউট ফর সায়েন্স এন্ড লিংগুইস্টিক স্টাডিজ’-এর শিক্ষার্থীদের উদ্দেশে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, উচ্চ শিক্ষা লাভের লক্ষ্যে বৈজ্ঞানিক ভাষাগত ও ধর্মীয় জ্ঞানে আগ্রহী বিদগ্ধ ব্যক্তিদের অনুপ্রাণিত করতে ইনস্টিটিউট শীঘ্রই একটি পুরস্কার চালু করবে।
তিনি বলেন, জ্ঞানের অনুসন্ধান অবশ্যই বিশ্বাস, পরহেজগারি, শ্রদ্ধা ও সকল বিষয়ে আল্লাহর  ভীতির সাথে যুক্ত হতে হবে।

    Print       Email

You might also like...

2D5D723F-3327-443B-A229-AAB0D9177CEC

এরদোগানের বিশাল বিজয় : নতুন যুগে তুরস্ক

Read More →