Loading...
You are here:  Home  >  মধ্যপ্রাচ্য  >  Current Article

২২০ ফিলিপিনোর ইসলাম গ্রহণ

islam34399_19সৌদি আরবে ২২০ ফিলিপিনো ইসলাম গ্রহণ করেছে। মক্কায় সৌদি আরবের ইসলামিক গাইডেন্সের সাথে একত্রে কয়েক দিন ইফতার গ্রহণ করে তারা ইসলাম গ্রহণ করে বলে অন ইসলাম জানিয়েছে।
অফিসটির পরিচালক শেখ সালিম আল মাবাদি সবক ডেইলিকে জানিয়েছেন, তারা আমাদের সাথে কয়েক দিন ইফতার গ্রহণ করে। তারপর আমরা তাদের ইসলাম গ্রহণ করার দাওয়াত দিলে তারা তাতে রাজি হয়।
নও মুসলিমদের বেশি ভাগই রিয়াদের বাদশাহ আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে চাকরি করেন।
গত বছর ৬০০ চীনা ইসলাম গ্রহণ করেছিলেন। এছাড়া গত জানুয়ারিতে আরো ৫০০ চীনা ইসলাম গ্রহণ করেছিলেন। বাদশাহ আবদুল আজিজের দাফন অনুষ্ঠানের সাদামাটা অবস্থা দেখে তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন
বিশ্বজুড়ে পবিত্র রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণের হার বেশ বেড়ে যায়।

    Print       Email

You might also like...

Mufti-news-bg20171122232853

Read More →